কালীগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

এসএম হাবিব, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে চেক জালিয়াতি মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইব্রাহিম কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে শহরের বলিদাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বলিদাপাড়া গ্রামের মৃত আব্দুর বারীর ছেলে।

থানা পুলিশ জানায়, ইব্রাহিম ২০১০ সালে চেক জালিয়াতি মামলার আসামি। এ ঘটনায় আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৪ লাখ ৩২ হাজার টাকা অর্থদন্ড করেন। আদালতের রায়ের পর থেকে সে পালিয়ে ছিল। শনিবার ভোর রাতে থানার এসআই নিরব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ চেক জালিয়াতি মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইব্রাহিমকে গ্রেফতার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।



মন্তব্য চালু নেই