কালীগঞ্জে লবনাক্ততা বিষয়ক দুর্যোগ ব্যবস্থাপনা ওয়ার্কশপ অনুষ্ঠিত

এসএম হাবিব, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: লবনাক্ততা বিষয়ক দুর্যোগ ব্যবস্থাপনা ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ওয়ার্কশপের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। ওয়ার্কশপে লবণাক্ততার ফলে দুর্যোগের কারনসহ বিভিন্ন রোগের সৃষ্টি হয় বলে উল্লেখ করা হয়।

ওয়ার্কশপে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা, ডাঃ সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম প্রমুখ। ওয়ার্কশপে উপজেলার ১১ টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসেনর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই