কালীগঞ্জে মরহুম মকছেদুল বিশ্বাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন

এসএম হাবিব, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুম মকছেদুল বিশ্বাস স্মৃতি ক্রিকেট মাস ব্যাপী ১৬ দলের টুর্নামেন্ট খেলার গাজীরবাজার ক্রিকেট একাদশ বনাম খয়ের তলা বেষ্ট ইলেভেন ক্রিকেট দলের শুভ উদ্বোধণ করেন, ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, পৌর প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামির হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লুতফর রহমান লাড্ডু, ক্রীড়াবীদ অজিত ভট্রাচার্য্য, মটরশ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রজব আলী মন্টু। খেলায় সর্ব সহযোগীতায় রয়েছে ক্রীড়াবিদ সাখাওয়াত, শাহিন, সুমন, কার্তিক ভট্রাচার্য্য সহ উপস্থাপনা করেন কামাল হোসেন।



মন্তব্য চালু নেই