কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের জরিমানা, মটরসাইকেলসহ মাইকসেট জব্দ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জুয়ার খেলা দেখায় ৪জনকে ৩শত টাকা জরিমানা ও মটরসাইকেলসহ মাইকসেট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
এরা হলেন শহিদুল(২৫) বাদশা মিয়া (২৮)শরিফুল ইসলাম(২৭) জামিল মিয়া (২৪) এরা সবাই কালীগঞ্জ উপজেলার ২নং মদাতী ইউনিয়ের কৈটারী গ্রামের।
মঙ্গলবার (২১এপ্রিল) বিকেল ৫টার দিকে জুয়া খেলা দেখার আইণে প্রত্যেক জনকে ৩শত টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) গোলাম রাব্বি ।
কালীগঞ্জ থানার (এসআই) মোঃ জহির রহমান জানান, উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী এলাকায় একটি ফাঁকা যায়গায় প্রতিদিন জুয়ার আসর বসে।
এমন একটি খবর পেয়ে মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ইউএনও গোলাম রাব্বি ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় জুয়াড়িরা পালিয়ে গেলেও, সেখানকার দোকান মালিক ও জুয়া খেলা দেখার কয়কজন পালানোর চেষ্টা করে । এসময় ধাওয়া করে তাদের মধ্যে ৪ জনকে আটক করেন তিনি।
মন্তব্য চালু নেই