কালীগঞ্জে চোরাই মটরসাইকেলসহ আটক-৪
এসএম হাবিব, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ ও কালীগঞ্জ থেকে আটক করা হয়েছে ৪ মোটরসাইকেল চোরকে। আটককৃতরা হলো জুবাইয়া ফারুক অনিক (১৯), মেহেদী হাসান কনক(১৮), আব্দুল মাজেদ (৩২) ও কমল সর্দ্দার।
শনিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঝিনাইদহ ডিবি পুলিশ তাদের আটক করে।
ঝিনাইদহ ডিবি পুলিশের এসআই রফিক জানান, দীর্ঘদিন ধরে এরা মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত ছিল। পুলিশ ঝিনাইদহ ও কালীগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের স্বীকারোক্তি মোতাবেক একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।
মন্তব্য চালু নেই