কালীগঞ্জে এক ব্যবসায়ীর বসতবাড়ীতে আগুন

এসএম হাবিব, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের রাড়ীপাড়া গ্রামের ব্যবসায়ী এম এ জলিল মিয়ার বাড়ীতে অগ্নিসংযোগ করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় বুধবার কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী।

অভিযোগ থেকে জানা যায়, রাড়ীপাড়া গ্রামের ব্যবসায়ী এম এ জলিল মিয়া ব্যবসায়িক কাজে ঝিনাইদহ শহরের এইচ এস এস সড়কে বসবাস করেন। পুর্ব শুত্রুতার জের ধরে দুবৃর্ত্তরা মঙ্গলবার রাতে তার গ্রামের বাড়ী রাড়ীপাড়ায় আগুন ধরিয়ে দেয়। সেসময় এলাকাবাসী টের পেয়ে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ব্যবসায়ী এম এ জলিল মিয়া জানান, রাড়ীপাড়া গ্রামের মোশারেফ খোড়ার ছেলে মিলন হোসেন (২২), মৃত মনছুর আলীর ছেলে আলা উদ্দিন আলা (৫৫) এ ঘটনা ঘটাতে পারে।

এ ব্যাপারে তার ও পরিবারে নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।



মন্তব্য চালু নেই