কালিগঞ্জে মাদক ব্যবসায়ীকে কারাদন্ড
ঝিনাইদহের কালীগঞ্জে শহিদুল ইসলাম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা এ সাজা দেন। শহিদুল ইসলাম উপজেলার পৌরসভার নিশ্চিন্তপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
আদালত সূত্র জানায়, উপজেলার পৌরসভার নিশ্চিন্তপুর এলাকা থেকে ১০ পুরিয়া গাঁজাসহ শহিদুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মন্তব্য চালু নেই