কালবৈশাখীর কবলে ১২ ঘণ্টা বিদ্যুৎহীন ভোলার ৫ উপজেলা

ভোলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের তান্ডবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ থেকে রাত সাড়ে ১১ টা পযন্ত ভোলা জেলার ৫ টি উপজেলায় বিদূৎহীন। অন্ধকারে রয়েছে, বোরহানউদ্দিন উপজেলা, লালমোহন উপজেলা, চরফ্যাশন উপজেলা, দৌলতখান উপজেলা ও তজুমুদ্দিন উপজেলার বিভিন্ন এলাকা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার সময় ভোলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে প্রচণ্ড কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে অধিকাংশ এলাকার গাছ-পালা ভেঙ্গে পড়ে বিদ্যুৎব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায়ও বোরহানউদ্দিন, লালমোহন,দৌলতখান,তজুমুদ্দিন ও চরফ্যাশনের বিভিন্ন এলাকায় ১২ ঘন্টাও বিদুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারেননি ভোলা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ।

কত সময় নাগাত এ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তাও বলতে পারছে না বিদ্যুৎ কর্তৃপক্ষ। এ ব্যাপারে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম কেফায়েত উল্যাহ জানান, ঝড়ের কবলে ভোলা সদরসহ অনেক এলাকায় বিদ্যুৎতের তারের উপর গাছপালা পড়ে আছে। ফলে এগুলো সরানো ছাড়া বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাচ্ছে না। তবে আশা করি দুই-তিন ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।



মন্তব্য চালু নেই