কালচে ঠোঁটে লাবণ্য ফেরাতে…
একটু দেরি করেই হয়তো খেয়াল করেছেন যে, আপনার ঠোঁটগুলো কালচে হয়ে যাচ্ছে। এর চাকচিক্য আর আবেদন হারিয়ে গেছে। স্বাস্থ্যকর খাবার বা নিয়মিত ব্যায়ামের পরও আপনি উন্নতমানের লিপ বাম ব্যবহার করেন। তবুও এমনটা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এবার বাড়িতে তৈরি প্রসাধন ব্যবহার করে দেখার সময় হয়েছে। এখনই তারা দিয়েছেন পরামর্শ। এতে আপনার ঠোঁটের পুরনো আর্দ্রতা আর গোলাপি ভাব দিব্যি ফিরে আসবে।
১. নিয়মিত সাপ্তাহিক স্কার্ব : প্রাকৃতিক লিপ স্কার্বার ব্যবহার করতে হবে। প্রতিসপ্তাহে নিয়মিতভাবে ঠোঁটের মৃত কোষ দূর করবে স্কার্ব। এতে ঠোঁটের নমনীয়তা ফিরে আসবে। এক টেবিল চামচ চিনির সঙ্গে কয়েক ফোঁটা অলিভ ওয়েল ভালোমতো মিশিয়ে নিন। এবার তা ঠোঁটে ঘষুন। ধুয়ে ফেলার পর খসখসে ভাব দূর করতে লিপ বাটার লাগিয়ে নিন। এতে আর্দ্রতা ফিরে আসবে।
২. লেবু : কালচে ত্বকের পুরনো চেহারা ফিরিয়ে আনতে লেবু অসাধারণ জিনিস। ত্বকের কালো দাগও দূর করে লেবু। এর রস ব্লিচিংয়ের মতো কাজ করে। এক ফালি লেবুর রস চিপে সেই রস ঠোঁটে ঘষুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এ কাজটি করবেন। অতি সাধারণ এই পদ্ধতি প্রতিদিন প্রয়োগ করতে পারেন। আবার এক ফালি লেবু নিয়ে তার ওপর হালকা চিনি ছিটিয়ে তা ঠোঁটে ঘষতে পারেন। এতে ঠোঁটে মৃত ত্বক চলে যাবে। সতেজ দেখাবে ঠোঁট।
৩. বীট : এতে আছে ব্লিচিংয়ের প্রাকৃতিক উপাদান। ঠোঁটের গাঢ় রং হালকা করে এটি। টাটকা বীটরুটের রস ঠোঁটে মেখে নিন রাতে ঘুমাতে যাওয়ার সময়। পরদিন সকালে ধুয়ে ফেলুন। আরেকটি উপায় হলো, সমপরিমাণ বীটরুট ও গাজরে জুস তৈরি করুন। এই মিশ্রণ ঠোঁটে দিন। হালকা উষ্ণ পানিতে মিশিয়ে টানা ১০ মিনিট ঠোঁট ম্যাসাজ করতে পারেন। এক বা দুই সপ্তাহ ধরে প্রতিদিন এ পদ্ধতি প্রয়োগ করুন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
মন্তব্য চালু নেই