কালকিনি লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও
তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে ঘন-ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে গতকাল শনিবার রাতে মাদারীপুর পল্লী বিদ্যূৎ সমিতির কালকিনি উপজেলা জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুদ্ধ জনতা।
এ সময় খবর পেয়ে কালকিনি থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে করে বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষকে জরুরী ভিক্তিতে বিদ্যুৎ লাইন চালু রাখতে বলেন। এবং বিক্ষুদ্ধ জনতাকে নিয়মিত বিদুৎ দিতে আসস্থ প্রকাশ করেন। এ ব্যাপারে আন্দলনে আশা কলেজ ছাত্র রুবেল, তুহিন ও নাজমুল জানায়, আমাদের এখানে এত পরিমান লোডশেডিং শুরু হয়েছে যে সবমিলিয়ে বিদ্যুৎ দেওয়া হয় মাত্র ৩ ঘন্টা। এ কারনে আমরা পড়া লেখা করতে পারছিনা ।
এব্যাপারে কালকিনি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এ জি এম কম মোঃ ইকবাল আহম্মেদ বলেন এ উপজেলায় যে পরিমান বিদ্যুতের চাহিদা রয়েছে তুলনা মুলক সে পরিমান নেই তাই এ কারনে লোডশেডিং হচ্ছে। প্রয়োজন হলো ৮ মেঘাওয়াট আর আমরা পাচ্ছি ২/৩ মেঘাওয়াট।
মন্তব্য চালু নেই