কালকিনি কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন

মাদারীপুরের কালকিনি বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের ভিক্তি প্রস্তর স্থাপন গতকাল সোমবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। এসময় কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি এ্যাডভোকেট আবুল বাসারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আঃ রহমান পন্নুর সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন বাংলাদেশ কেন্দ্রীয আ”লীগের সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের এমপি আ,ফ.ম বাহাউদ্দিন নাছিম।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মিয়াজউদ্দিন খান, উপজেলা আ”লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল ও পৌর মেয়র এনায়েত হোসেন ।



মন্তব্য চালু নেই