কালকিনিতে স্কুল ছাত্রীদের ওপর বখাটের হামলা ৬জন হাসপাতালে ভর্তি

মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকার কল্লাকান্দি গ্রামে গত শনিবার রাতে কোচিং থেকে ফেরার পথে স্কুল ছাত্রীদের ওপর হামলা চালিয়েছে গ্রামের খলিল হাওলাদারের ছেলে ইয়াকুব হাওলাদার নামের এক বখাটে যুবক।

এঘটনায় তামিমা(১৪), আখি(১৩), রোকেয়া(১৩), নাসরিন(১৪), সুমা(১৪) ও খাদিজা(১৩) নামের ৬ছাত্রী অজ্ঞান হয়ে পড়লে গতকাল(রবিবার) সকালে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরদিকে সেই বখাটেকে বাঁচাতে গ্রামের হাকিম সরদার নামের এক গ্রাম্য মাতুব্বর তার হাতে ৬টি বেত্রাঘাত করে ঘটনার মিমাংসা করার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে গ্রামের অন্য ছাত্রীদের মধ্যেও চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

তবে এব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ কৃপাসিন্দু বালা বলেন ‘ বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে।’



মন্তব্য চালু নেই