কালকিনিতে সেনাসদস্যর বাড়িতে দূধর্ষ চুরি” হামলায় আহত-৩
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ঠেংগামাড়া গ্রামে বৃহশস্পতিবার দিবাগত রাতে এমদাত হোসেন বেপারী নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যর ঘড়ের চালা কেঁটে ভেতরে প্রবেশ করে স্বর্নলঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ৩লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোরেরা। এ সময় চোরদের হামলায় কমপক্ষে তিন জন আহত হয়।
এলাকা ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা গেছে, ঠেংগামাড়া গ্রামের চাঁদ মাহমুদ বেপারীর ছেলে এমদাত হোসেন বেপারীর বসত ঘড়ের চালের টিন কেটে ১০/১২জনের একটি মুখশধারী সংঘবদ্ধ চোরের দল ভিতরে প্রবেশ করে ।
এর পর ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা স্বর্নের গলার হাড়, হাতের রুলি, কানের ঝুমকা ও আংটিসহ মোট ৫ ভরি স্বর্নলঙ্কার এবং নগদ ৮ হাজার টাকা নিয়ে যায় চোর চক্র। এ সময় তাদেরকে বাঁধা দিলে ডালিম বেপারী-(১৭) ও মায়াসহ-(৩৫) কমপক্ষে তিন জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। আহতদেরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে।
মন্তব্য চালু নেই