কালকিনিতে কারসার মতবিনিময় সভা
মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকার সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ এন্ড সোসাল অ্যাকশান(কারসা)’র উদ্যোগে গত শুক্রবার বিকেলে সংগঠনের হলরুমে সমৃদ্ধি কর্মসূচীর অগ্রগতি পর্যালচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকারী বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মকর্তা, সুশিল সমাজের প্রতিনিধি ও গ্রামের গন্যমান্য ব্যক্তিদের অংশগ্রহনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন ঢাবির অধ্যাপক ও কারসার চেয়ারম্যান ড.আহম্মেদ কামাল।
কারসার সামাজিক উন্নয়ন কার্যক্রমের পরিচালক মোঃ মনিরুজ্জামানের সার্বিক পরিচালনায় আলোচনা করেন সাবেক সচিব ও কারসার ভাইস চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, কারসার নির্বাহী পরিষদের সদস্য সৈয়দ মাইনুল হক প্রমূখ।
মন্তব্য চালু নেই