কালকিনিতে অর্থের অভাবে মৃত্যুর প্রহর গুনছে মেধাবী ছাত্রী মারিয়া

মড়নব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থের অভাবে মৃত্যুর প্রহর গুনছে অসহায় হতদরিদ্র মেধাবী স্কুল ছাত্রী মারিয়া আক্তার-(১২)। তিনি
মাদারীপুরের কালকিনি উপজেলার কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর মেধাবী ছাত্রী। তার বাবা ওসমান বেপারী একজন দিন মজুর। তার পরিবারের যা সামর্থ্য ছিল তাহা চিকিৎসার আগেই শেষ হয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসা নিলে সুস্থ হয়ে ওঠার সম্ভবনা রয়েছে। কিন্তু ব্যয়বহুল এ চিকিৎসা করানো পরিবারের পক্ষে অসম্ভব। তাই সমাজের দানশীন বিত্তশালীদের কাছে অর্থ সহায়তা কামনা করছেন তার পরিবার।
মারিয়া জানায়, তার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে। এবং মানুষকে বিনা খরচে চিকিৎসা করাবে। সেই স্বপ্ন আজ কবর রচনায় পরিনত হতে চলছে বলে জানায়। ওর স্বপ্ন কি কখন ও ব্যস্তবে রুপ নেবে। মারিয়াকে যদি কেউ সাহায্য করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। মারিয়া আক্তার, হিসাব নং-৩৪০০০০৩৬, অগ্রনী ব্যাংক, কালকিনি শাখা, মাদারীপুর। এবং বিকাশ নং-০১৯৫৫৬৫৪১১৭ ।


















মন্তব্য চালু নেই