কার সঙ্গে পার্টিতে নাচলেন শাহরুখপুত্র?

বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। গত সপ্তাহে যুক্তরাজ্যের সেভেনোয়াকস স্কুল থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন।

গ্র্যাজুয়েশন শেষ উপলক্ষে বাবা-মা শাহরুখ-গৌরি এবং বোন সুহানার সঙ্গে পার্টি শেষ করে বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত পার্টিতে যোগ দেন আরিয়ান। সেখানেই তার সঙ্গে অপরিচিত একটি মেয়েকে দেখা যায়।

পার্টির কয়েকটি ছবিতে দেখা যায়, মেয়েটিকে জড়িয়ে ধরে আছেন আরিয়ান। তারপর থেকেই মূলত গুঞ্জন, কে এই মেয়ে যার সঙ্গে পার্টিতে মজেছেন শাহরুখ পুত্র। অনেকে বলছেন মেয়েটি হতে পারে আরিয়ানে গার্ল ফ্রেন্ড।

কিন্তু মেয়েটি আদৌ আরিয়ানের গার্ল ফ্রেন্ড কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। কারণ মেয়েটির হাতে মাইক্রোফোন ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে তিনি হয়তো গায়িকা এবং পার্টিতে গান করার জন্য এসেছিলেন। সেখানেই আরিয়ানের সঙ্গে ক্যামেরাবন্দি হন। তারপরও প্রশ্ন থেকে যায়, গায়িকার সঙ্গে একটা অন্তরঙ্গ তিনি কেন হলেন?



মন্তব্য চালু নেই