কার জন্য দীপিকাকে এড়িয়ে চলছেন রণবীর?
কিছুদিন আগেও তাদের অফ স্ক্রিন রসায়ন ছিল দেখার মতো। মাঝে শোনা গিয়েছিল ভিন ডিজেলের আগমনে নাকি একটু তেতো হতে শুরু করেছে রণবীর-দীপিকার সম্পর্ক৷ কিন্তু সে খবরের স্থায়িত্ব ছিল অল্পদিনের৷ শোনা গিয়েছিল, ভালোই চলছে বলিউডের বাজিরাও ও তার মাস্তানির রোমান্স৷
কিন্তু ফের উঠেছে গুঞ্জন৷ বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, ইদানিং মাস্তানিকে নাকি সত্যিই এড়িয়ে চলছেন তার বাজিরাও৷ বিশেষ করে জনসম্মুখে৷ ক্যামেরা দেখলেই নাকি দীপিকার কাছে ঘেঁষছেন না রণবীর৷ সম্প্রতি নাকি দীপিকা থাকবেন বলে একটি অ্যাওয়ার্ড ফাংশনেই যাননি তিনি৷
প্রশ্ন হচ্ছে, স্বভাব চঞ্চল রণবীর সিং হঠাৎ এমন করছেন কেন? যে রণবীরের দীপিকার সাবেক প্রেমিকদের সঙ্গেও প্রকাশ্যে স্ক্রিন শেয়ার করতে আপত্তি নেই, সেই রণবীর নিজের ভালোবাসাকে এভাবে এড়িয়ে যাচ্ছেন কেন? কারণ একজনই, সঞ্জয়লীলা বনসালি৷
হ্যাঁ, ‘পদ্মাবতী’র পরিচালকের নির্দেশেই দীপিকার থেকে দূরে থাকছেন রণবীর৷ শোনা গিয়েছে নায়ক-নায়িকাকে কড়া নির্দেশ দিয়েছেন পরিচালক, প্রকাশ্যে একেবারেই একে অন্যের সঙ্গে ফ্রেম শেয়ার করতে পারবেন না তারা৷ এই নিষেধাজ্ঞা চলবে ছবির প্রমোশনের আগে পর্যন্ত৷
শুটিংয়ের শুরু থেকেই ‘পদ্মাবতী’র জন্য নানা ঝামেলা পোহাতে হচ্ছে সঞ্জয়কে৷ প্রথমে জয়পুরে করনি সেনার তাণ্ডব, পরে কোলাপুরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির হামলায় এমনিতেই ঝামেলায় আছে গোটা টিম৷ এর মধ্যে নতুন বিতর্ক চান না পরিচালক-প্রযোজক৷ তাই নাকি দীপিকা-রণবীরকে প্রকাশ্যে কিছুদিন আলাদা থাকার পরামর্শ দিয়েছেন তিনি৷
সূত্র : সংবাদ প্রতিদিন
মন্তব্য চালু নেই