কার্ল মুম্বার পর মোসাদ্দেক
বাংলাদেশের ৮৬তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হল মোসাদ্দেক হোসেন সৈকতের। শততম টেস্ট ম্যাচে মোসাদ্দেককে একাদশে রেখে মাঠে নামছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ও ওয়ানডের পর মোসাদ্দেকের মাথায় উঠল ক্রিকেটের সবথেকে গৌরবের ক্যাপ। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছ থেকে টেস্ট ক্যাপ পেয়েছেন মোসাদ্দেক।
২১ বছর বয়সি এ ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেটে ২১৩৫ রান করেছেন। নামের পাশে রয়েছে ৭টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরি। এর মধ্যে ৭টি সেঞ্চুরির ইনিংসকে মোসাদ্দেক ডাবলে রূপ দিয়েছেন। ৬৮.৮৭ গড় নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটিং করা মোসাদ্দেক সাদা পোশাকেও দারুণ পটু। ঘরোয়া ক্রিকেটে দ্যূতি ছড়ানো এ ক্রিকেটারের এবার আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হল।
নিজেকে বেশ ভাগ্যবান ভাবতেই পারেন মোসাদ্দেক। শততম টেস্ট ম্যাচে অভিষেক হওয়ার রোমাঞ্চ সত্যিই বিশেষ কিছু। ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড আছে ৮টি। নবম ক্রিকেটার হিসেবে দেশের শততম টেস্টে অভিষিক্ত খেলোয়াড়ের তালিকায় নাম লেখালেন মোসাদ্দেক। সব শেষ এ তালিকায় নাম লিখিয়েছিলেন জিম্বাবুয়ের কার্ল মুম্বা। শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের শততম টেস্ট ম্যাচে অভিষেক হয় মুম্বার।
দেশের শততম টেস্ট অভিষেক হওয়ার তালিকায় অস্ট্রেলিয়ার আছেন তিন ক্রিকেটার- বার্লো কারক্রিক, সিড ইমেরি, ক্লাউডি জেনিংস। শ্রীলঙ্কার দিলহারা ফার্নান্ডো, জিম্বাবুয়ের কার্ল মুম্বা, ইংল্যান্ডের জ্যাক শার্প, দক্ষিণ আফ্রিকার জ্যাক চীথাম ও ওয়েস্ট ইন্ডিজের টনি ওয়াইট এর অভিষেক হয়েছিল দেশের শততম টেস্ট ম্যাচে । পাকিস্তানের শততম ম্যাচে অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার ডেভ হোয়াটমোরের।
আন্তর্জাতিক ক্রিকেটে মোসাদ্দেক আলোড়ন তৈরি করে না আসতে পারলেও নিজের প্রতিভা দেখিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে বড় দৈর্ঘ্য’র ম্যাচে দ্যূতি ছড়ানোয় মোসাদ্দেক পেলেন টেস্ট ক্যাপ। সৌভাগ্যবান মোসাদ্দেক শততম টেস্ট ম্যাচ রঙিন করে তুলতে পারে কিনা সেটাই দেখার।
মন্তব্য চালু নেই