কার্টুন বক্স থেকে নবজাতকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাতনামা এক নবজাতক ছেলের (২-৩ দিন) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে সলঙ্গা থানার পুলিশ হাটিকুমরুল গোলচত্বর এলাকার কলিকাতা হারবাল সেন্টারের সামনে একটি কার্টুন বক্সের ভিতর থেকে এ নবজাতক শিশুর লাশ উদ্ধার হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, কলিকাতা হারবাল সেন্টারের সামনে কার্টুনের ভিতর নবজাতক শিশুর লাশটি দেখে স্থানীরা সংবাদ দেয়। পরে কার্টুনসহ লাশটি উদ্ধার করা হয়। ধারণ করা হচ্ছে সিজার বা প্রসবের পরে মৃত্য শিশুটি কে বা কারা ফেলে রেখে চলে যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশটি দাফনের ব্যবস্থা করা হয়েছে।
মন্তব্য চালু নেই