কার্টুনে সাদা পোশাকের লাস্যময়ী প্রিয়াঙ্কা
শেক্সপিয়ারের ‘রোমিও জুলিয়েট’ অবলম্বনে ২০১৩-এ মুক্তি পায় সঞ্জয় লীলা বনশালীর দুশ’ কোটি টাকার হিন্দি ছবি ‘গলিওকা রাসলীলা রাম-লীলা’। মুখ্য চরিত্রে ছিলেন রণবীর সিংহ-দীপিকা পাডুকোন জুটি। ঝলমলে সেট, চোখ ধাঁধাঁনো কস্টিউম, অ্যাকশন-প্যাক্ট ছাড়াও ছবিটির আরও একটি আকর্ষণ ছিল প্রিয়াঙ্কা চোপরার আইটেম নাম্বার ‘রাম চাহে লীলা…’। রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত ভূমি ত্রিবেদীর গাওয়া গানে প্রিয়াঙ্কার শরীরী বিভঙ্গ ঝড় তুলেছিল দর্শকদের মনে। ফ্যাশন ডিজাইনার অঞ্জু মোদীর তৈরি সম্পূর্ণ সাদা পোশাকে ক্যামেরার সামনে পিগি চপস তৈরি করেছিলেন এক নতুন ফ্যাশন স্টেটমেন্ট। এই গানটি তৈরি করতে খরচ পড়েছিল ছ’কোটি টাকা। তাঁর ভক্তকুলের একজন তো কার্টুনও এঁকে উপহার দিয়েছে অভিনেত্রীকে! আপ্লুত প্রিয়াঙ্কা ছবিটি টুইট করেছেন তাঁর ন’কোটিরও বেশি ফলোয়ারের জন্য।
সূত্র: আনন্দবাজার
মন্তব্য চালু নেই