কারো ফাঁসির খবর শুনে আমি উল্লাস করি না : তসলিমা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদ- কার্যকর নির্বাসিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

শনিবার রাতে মীর কাসেম আলীর রায় কার্যকরের পরপরই তিনি নিজের ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমাদের সময় ডটকমের পাঠকদের জন্য তসলিম নাসরিনের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘কারও ফাঁসির খবর শুনে আমি উল্লাস করি না। আমি উল্লাস করি যখন ধর্ম আর রাষ্ট্রকে পৃথক করা হয়, যখন ধর্মীয় রাজনীতিকে বর্জন করা হয়, যখন ধর্মীয় আইনের বদলে সভ্য আইন বহাল করা হয়, যখন গণতন্ত্রের সত্যিকার চর্চা হয়, যখন নারীর সমানাধিকার নিশ্চিত করা হয়, যখন ধর্মীয় প্রতিষ্ঠানের বদলে ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, যখন মানবাধিকারকে মূল্য দেওয়া হয়, বাক-স্বাধীনতাকে শ্রদ্ধা করা হয়, যখন সন্ত্রাসবাদের কোনও অস্তিত্ব থাকে না, ধর্ষণ আর খুন বলে কিছু থাকে না, মানুষ গড়ে ওঠে মানবতাবাদী হয়ে, আমি উল্লাস করি যখন মানুষ মানুষকে ভালোবাসে।’

প্রসঙ্গত, মৃত্যুদ- একটি অমানবিক বিধান বলে লেখিকা তসলিমা নাসরিন মৃত্যুদ-ের বিপক্ষে অবস্থান নিয়ে বিশ্বে জনমত গঠনে দীর্ঘদিন থেকেই কাজ করে আসছেন।

14212060_308460766174841_1387286649376408436_n



মন্তব্য চালু নেই