কারিনা মা হচ্ছেন খবরে মহাখুশি হারশালি
‘বেগম অব পতৌদি’ ও ব্লকবাস্টার মুভি ‘বাজরঙ্গি ভাইজান’এ সহ-অভিনেত্রী কারিনা কাপুর খান মা হচ্ছেন এমন খবরে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মুভিটির খুদে অভিনেতা হারশালি মালহোত্রা। এমন খবর শুনে হারশালি বেশ খুশি বলে তার মা সেলিব্রেটি ওয়েবসাইট বলিউডলাইফডটকমকে জানিয়েছেন। হারশালির মায়ের ভাষায়, ‘মেয়ে আমার কাছে জানতে চাচ্ছে ”হাম কাব মিলনে জায়েঙ্গে বেবি কো?”
সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন যে হারশালি তার কাছে নিজের সন্তানের মতো। ‘বাজরঙ্গি ভাইজান’ মুভিতে তার অভিনয় দর্শকদের বেশ নজর কেড়েছে। বলা যায়, খুদে হারশালি রাতারাতি তারকা বনে যান।
সাইফ আলী খান গতকাল সেলিব্রেটি ওয়েবসাইট পিঙ্কভিলাকে জানিয়েছেন যে তার স্ত্রী কারিনা আগামী ডিসেম্বরে তাদের প্রথম সন্তানের জন্ম দিতে চাচ্ছেন। এর মধ্য দিয়ে কারিনার সন্তানসম্ভবা হওয়া নিয়ে গত কয়েকমাসের গুঞ্জনের অবসান হলো। খবর ইন্ডিয়া টুডে’র
মন্তব্য চালু নেই