কারিগরি সমস্যায় ১ ঘণ্টা বন্ধ ছিল ফেসবুক

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আজ দুপুর ১২টা থেকে প্রায় ঘণ্টাখানের জন্য ব্যবহার করতে পারেননি ব্যবহারকারীরা।

মঙ্গলবার দুপুর ১২টার পর থেকেই ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না বলে জানা গেছে। ফেসবুক ব্যবহার করতে না পেরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আওয়ার নিউজে ফোন করে উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করছেন ব্যবহারকারীরা। অনেকেই জানতে চাইছেন, সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধ করা হয়েছে কিনা?

এ প্রসঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সচিব মো. সারোয়ার আলম জানান, ফেসবুক বন্ধের কোনো পদক্ষেপ নেয়নি সরকার।

তবে ফেসবুক কেন ব্যবহার করা যাচ্ছে না, এ বিষয়ে বিটিআরসির কর্মকর্তারা খোঁজ খবর নিচ্ছেন বলে জানান বিটিআরসির ওই কর্মকর্তা।

তবে দুপুর ১টা ১০ মিনিটের দিকে ফের সচল হয় ফেসবুক।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, কারিগরি ক্রটির কারণে পুরো বিশ্বেই ঘণ্টাখানের জন্য বন্ধ ছিল ফেসবুকের কার্যক্রম। দ্য জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ফেসবুক কর্তৃপক্ষ এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এক বিবৃতিতে দু:খ প্রকাশ করেছে ব্যবহারকারীদের কাছে। বর্তমানে সচল করা হয়েছে ফেসবুক।



মন্তব্য চালু নেই