কারাগার থেকে বারডেমে হেলাল খান

কারারুদ্ধ অভিনেতা হেলাল খানকে রাজধানীর বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মূলত ডায়াবেটিক ও পায়ের ব্যথা বেড়ে যাওয়ার কারণে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

দীর্ঘদিন ধরেই ডায়াবেটিক ও পায়ের ব্যথায় ভুগছেন অভিনেতা হেলাল খান। বুধবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবণতি হলে আদালতের অনুমতি সাপেক্ষে তাকে কারা কর্তৃপক্ষ বারডেম হাসপাতালে পাঠায়।

উল্লেখ্য, চিত্রনায়ক হেলাল খান বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি। গত ১৬ ফেব্রুয়ারি ঢাকার আদালত চত্বর থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর বাড্ডা থানায় দায়ের করা গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।



মন্তব্য চালু নেই