কারাগারে যেমন আছেন সাঈদী

গাজীপুরের কাশিমপুর পার্ট-২ কারাগারে বন্দী রয়েছেন আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী। কারাগারে নামাজ-কালাম, ধর্মীয় বই ও পত্রিকা পড়েই বেশিরভাগ সময় কাটে তার। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় কারাগারে তাকে তেমন কাজকর্ম করতে হয় না। মাঝেমধ্যেই পরিবারের সদস্যরা দেখা স্বাক্ষাৎ করেন তার সাথে।18601

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের দায়ে সাঈদীকে মৃত্যুদন্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে আপিলে সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদন্ড দেওয়া হয়। এরপর থেকেই গাজীপুরের কাশিমপুর পার্ট-২ কারাগারে বন্দী রয়েছেন এই জামায়াত নেতা।

কারাগারে সাঈদী কেমন আছেন জানতে চাইলে কাশিমপুর পার্ট-২ এর জেলার আমজাদ হোসেন ডন বলেন, পিঠে ব্যথা ও হৃদরোগ থাকায় সাঈদী স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। অন্যের সহায়তা নিয়ে তাকে হাঁটতে হয়। অসুস্থ সাঈদী কারাকক্ষে শুয়ে-বসেই সময় পার করছেন বলে জানান তিনি।

তবে কারাগারে অসুস্থ সাঈদী মালির কাজ করছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা বলে আখ্যায়িত করেন ওই জেল কর্মকর্তা। কারাগারে কারাবিধি মোতাবেক পরিবারের সদস্যরা সাঈদীর সাথে স্বাক্ষাতের সুবিধাও পান।



মন্তব্য চালু নেই