কারখানার বয়লার বিস্ফোরণে যুবক নিহত

মুন্সীগঞ্জের মুক্তারপুরে সাউদার্ন ফিশিং নামে একটি নেট কারখানায় বয়লার বিস্ফোরণে সজীব নামে এক যুবক নিহত এবং চারজন দগ্ধ হয়েছেন।

সোমবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় আশপাশের পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া ৩৩ কেভি বিদ্যুতের লাইন পুড়ে যাওয়ায় মুন্সীগঞ্জ শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

নিহত সজীব বাগবাড়ির শহীদ ব্যাপারীর ছেলে। তিনি ওই কারখানার অপারেটর ছিলেন। দগ্ধ দেলোয়ার, আমান, ইউসুফ ও মরিয়মকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল ইসলাম জানান, “পাঁচ টন বয়লারটি বিস্ফোরিত হওয়ার পর এর টুকরো আশপাশে বহুদূর পর্যন্ত ছিটকে যায়। এতে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।”

বিস্ফোরণে শহরের প্রধান বিদ্যুৎ সরবরাহ লাইন ও কয়েকটি বৈদ্যুতিক খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কারখানার মালিক গোলাম মোস্তফা ঘটনার পর থেকে পলাতক বলে পুলিশ জানিয়েছে।



মন্তব্য চালু নেই