কাপড়ের দুর্গন্ধ দূর করার উপায়
নিত্যদিনের ব্যবহারের কারণে কাপড়ে দুর্গন্ধতো হবেই। কিন্তু প্রতিদিনই কাপড় ধোয়ার মতো সময় আমাদের থাকে না। যদি কাপড় ধোয়া ছাড়াই দুর্গন্ধ দূর করা যায়?
চমকে যাওয়ার কিছু নেই, এর জন্য আছে সহজ উপায়। চলুন জেনে নেয়া যাক।-
এবার একটি প্লাস্টিক বা কাগজের বাক্সে কাপড়টি রাখুন। চাইলে ভাঁজ করেই রাখতে পারেন।
এই বাক্সের মাঝে রাখুন ২/১ প্যাকেট টি-ব্যাগ। চাইলে ব্যবহার করা টি-ব্যাগ ধুয়ে শুকিয়ে এখানে ব্যবহার করতে পারেন।
একটি ছোট বাটিতে খানিকটা বেকিং সোডা নিন, সেটাও এই বাক্সে রেখে দিন। চাইলে বেকিং সোডার পাত্রে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিয়ে নিতে পারেন। এতে কাপড়ে মিষ্টি গন্ধ হবে। আপনি চাইলে বেকিং সোডা কাপড়ে ছিটিয়ে দিতে পারেন। এতে খুব ভালে কাজ হয়, কিন্তু পরে আবার কাপড় ঝেড়ে বেকিং সোডা পরিষ্কার করতে হবে।
এবার টি ব্যাগ ও বেকিং সোডা দিয়ে বাক্সের মুখ বন্ধ করে রেখে দিন। আর সকালে উঠে দেখুন ম্যাজিক, কাপড় থেকে গন্ধ একেবারে গায়েব! আপনি চাইলে পোশাকটি আরো বেশ কয়েকবার পরতে পারবেন।
মন্তব্য চালু নেই