কাপ্তাই লেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা

দেশের বৃহত্তম কাপ্তাই লেকে বৃহস্পতিবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।

রাঙামাটির জেলা প্রশাসক মো. সামশুল আরেফিন এক দাপ্তারিক আদেশে মাছের প্রজনন ও বংশবৃদ্ধির স্বার্থে কাপ্তাই লেকে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম বলেন, আজ (বৃহস্পতিবার দিবাগত) রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই লেকে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। লেক থেকে কেউ মাছ ধরে পাচার করছে কি না, তা দেখভাল করার জন্য কাপ্তাই সড়কের ৩টি স্থানে চেকপোস্ট বসানো হবে। এ ছাড়াও নিরাপত্তা দল টহলে থাকবে। তবে যেসব নিবন্ধিত জেলে কাপ্তাই লেকের মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, তাদের প্রত্যেককে ২০ কেজি করে দুই দফায় মোট ৪০ কেজি চাল দেওয়া হবে।



মন্তব্য চালু নেই