কাপুর বাড়ির খানাপিনায় ক্যাটরিনা

ক্যাটরিনা ম্যাজিক শুধু সিনেমার পর্দা কিংবা বলিপাড়াতেই নয়, ছেয়ে ফেলল কাপুর পরিবারকেও৷ একসময় রণবীর-ক্যাট সম্পর্ককে সহজভাবে মেনে নিতে পারেননি রণবীরের মা নীতু সিং কাপুর৷ কিন্তু সে দিন বদলেছে৷ এখন ক্যাটরিনাকে কাপুর পরিবারের একজন হিসেবেই মেনে নিয়েছেন সকলে৷ আর তাই তাঁদের পারিবারিক ডিনারে রণবীরের পাশেই দেখা গেল ক্যাটরিনাকে৷

বান্দ্রার এক রেস্তরাঁয় কাপুর বাড়ির লোকজন গিয়েছিলেন নৈশাহারে৷ ছিলেন রণবীরের ঠাকুমা কৃষ্ণা রাজ কাপুর৷ ছিলেন নীতু স্বয়ং৷ রণবীরের বোন ঋদ্ধিমার সঙ্গে ক্যাটরিনার অনেকদিনের ভালো সম্পর্ক৷

নৈশাহারে ছিলেন তিনিও৷ ছিলেন রণধীর কাপুরও৷ একেবারেই কাপুর পরিবারের ঘরোয়া খানাপিনার অনুষ্ঠানে থাকলেন ক্যাটরিনাও৷ ভাবী পুত্রবধূ হিসেবেই কাপুরদের নিজেদের আত্মীস্বজনের মধ্যে থাকলেন তিনি৷

এর আগে রণবীরের সঙ্গে বেরোলে মিডিয়ার ক্যামেরাকে এড়িয়েই চলতেন ক্যাটরিনা৷ কোনওভাবে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়লে বিরক্তও হতেন৷ কিন্তু এদিন তিনি ছিলেন ফুরফুরে মেজাজে৷ আর তাই রণবীরের সঙ্গে এক গাড়িতে বসে ছবি তুলতেও দ্বিধা করেননি৷

কিছুদিন হল রণবীর আলাদা ফ্ল্যাটে থাকেন৷ বলিউড জুড়ে গুঞ্জন উঠেছিল তিনি আর ক্যাটরিনা বোধহয় একসঙ্গে থাকেন৷ আলাদা থাকার কথা রণবীর নিজের মুখথে না বললেও, ঋষি কাপুর এক সাক্ষাৎকারে জানিয়েছেন সে কথা৷

তবে রণবীরের বান্ধবী কে, তা নিয়ে অবশ্য তিনি স্পিকটি নট৷ বলিপাড়ার লোকজন অবশ্য এই ফ্যামিলি অ্যালবাম দেখে নিশ্চিত, রণবীর-ক্যাটের বিয়ে যাস্ট সময়ের অপেক্ষা৷



মন্তব্য চালু নেই