কাপাশিয়ায় মা-মেয়েকে কুপিয়ে খুন
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2015/03/mader.jpeg)
গাজীপুরের কাপাসিয়ায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে কাপাসিয়া উপজেলার কাপাসিয়া সদর ইউনিয়নের পাবুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবুর গ্রামের মৃত মিয়ার উদ্দিনের স্ত্রী সূর্যি বান (৭৫) ও তার মেয়ে স্বামী পরিত্যক্তা মাদিয়া বেগম (৫০)।
কাপাসিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আজগর হোসেন খান জানান, ঘুম থেকে উঠতে দেরি দেখে মঙ্গলবার সকাল ৭টার দিকে সূর্যি বানের ছেলের স্ত্রী তাদের ডেকে তুলতে যান। ঘরের দরজা ধাক্কা দিলে তা খুলে যায়। পরে তিনি দুজনকে গুরুতর জখম অবস্থায় দেখতে পান।
তিনি আরো জানান, সূর্যি বান ঘটনাস্থলে এবং তার মেয়েকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
কাপাসিয়া থানার এসআই আজহারুল ইসলাম জানান, নিহতদের মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মন্তব্য চালু নেই