কান চলচ্চিত্র উৎসবে বর্ণিল সোনম কাপুর

এবারের আসরের মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে হাজির হলেন বলিউড স্টাইল আইকন সোনম কাপুর। নিজের বর্ণিল রূপ নিয়ে ৬৮তম কান উৎসবে নিজেকে মেলে ধরেছেন এ অভিনেত্রী।

সোনম এবারের কান চলচ্চিত্র উৎসবে এসেছেন কসমেটিকস ব্র্যান্ড ল’রিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। ১৬ মে শনিবার কসমেটিকস এবং মেকআপ-এর টিউটোরিয়াল তৈরি এবং মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকার সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় কেটেছে এ অভিনেত্রীর। শুরু থেকেই অবশ্য তার ফ্যাশন এবং স্টাইল দিয়ে সবার চোখ ধাঁধিয়েছেন তিনি।

দিনের শুরুতে সোনম আবু জানি এবং সন্দ্বীপ তৈরি শাড়ি পরেছিলেন। এ পোশাকে সোনমকে বেশ আবেদনময়ী লাগছিল।

কিন্তু এ অভিনেত্রীর মূল আকর্ষণ অপেক্ষা করছিল দিনের শেষে। এ সময় কান উৎসবের লালগালিচায় হাজির হন সোনম। আগেই বলে রেখেছিলেন ওয়েস্ট্রান লুকে লালগালিচায় দেখা যাবে তাকে। নিরাশ করেননি এ অভিনেত্রী । রাল্ফ এবং রুশো’র কাওটার গাউন পরে হাজির হয়েছিলেন সোনম। সঙ্গে ছিল জিউসিপ্পি জানোত্তির তৈরি জুতো। তার এ রূপ মুগ্ধ করেছে সবাইকে। লালগালিচায় হাজির হওয়ার সঙ্গে সঙ্গেই শত শত ক্যামেরা ফ্ল্যাশের আলোর ঝলকানিতে সেটিই প্রমাণিত হয়।



মন্তব্য চালু নেই