কান উৎসবের লাল কার্পেটে সবুজ ঐশ্বরিয়া
এবারের কান চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিনে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন রেড কার্পেটে হাজির হয়েছিলেন যেন তার রূপের চিরসবুজের সৌন্দর্য নিয়ে। সাবেক এই বিশ্বসুন্দরী সবুজ গাউনে মোহনীয় রূপে হাজির হয়ে চোখ ধাঁধিয়েছেন সবার।
ইলি সাবের ডিজাইন করা ঝলমলে পান্না-সবুজ গাউনে ১৭ মে কানের রেড কার্পেটে হাজির হওয়ার পর ব্ল্যানচেটের ক্যারল সিনেমাটি দেখেছেন ঐশ্বরিয়া। হাতা কাটা গাউনটির সঙ্গে খোলা চুলে ঐশ্বরিয়া মুগ্ধ করেছে সকলকে। কানে তার আগের দিন সব্যসাচী মুখার্জির ডিজাইন করা একটি ঝলমলে পোশাক পরে ভ্যারাইটি ম্যাগাজিনের একটি অনুষ্ঠানে হাজির হয়েও ঐশ্বরিয়া তার সৌন্দর্যে সবাইকে বিমোহিত করেছিলেন।
অভিনয়ে দীর্ঘ বিরতির পর ঐশ্বরিয়ার আপকামিং সিনেমা জাসবা। ১৯ মে কানে প্রকাশিত হবে এ সিনেমার ফার্স্ট লুক। লরিয়াল প্যারিসের পণ্যদূত হিসেবে ১৪ বছর ধরে কান উৎসবে নিয়মিত আসছেন ঐশ্বরিয়া।
কান উৎসবের পর্দা উন্মোচন হয়েছে গত ১৩ মে। ১৯৪৬ সাল থেকে প্রতিবছর এই উৎসব পালিত হয়ে আসছে। পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কান। আগামী ২৪ মে পর্যন্ত চলবে এ আসর।
মন্তব্য চালু নেই