কান উৎসবের রেড কার্পেটে নতুন রুপে ঐশ্বরিয়া ।। দেখুন চমক লাগানো ফটোগুলো
১৩ মে থেকে শুরু হচ্ছে এবারের কান চলচ্চিত্র উৎসব৷ আর এবার কান-এর রেডকার্পেটে পা রাখছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। উৎসবে এক বিশেষ বিভাগে দেখানো হবে তার ছবি ‘জজবা’।
‘জজবা’ দিয়েই বলিউডে কামব্যাক করছেন তিনি। যদিও তিনি নিজে একে কামব্যাক বলতে চান না৷ বরং ‘ম্যাটারনিটি লিভ’ বলে মধ্যখানের সিনেমা থেকে বিরতিকে ব্যাখ্যা করেছেন ঐশ্বরিয়া। এর আগে মধুর ভান্ডারকরের ‘হিরোইন’ ছবিতে তার অভিনয় করার কথা ছিল। কিন্তু সে ছবিতে অভিনয় করেননি, তখন থেকেই ক্যামেরার সামনে থেকে সাময়িক বিরতি নিয়ে নেন৷ মধুরের ‘হিরোইন’ হয়ে ওঠেন করিনা কাপুর। মেয়ে আরাধ্যা বেশ বড় হওয়ার পরেই আবার অভিনয়ে ফিরেছেন তিনি। সঞ্জয় গুপ্তার ‘জজবা’ ছবিতে তাকে দেখা যাবে একজন আইনজীবি হিসেবে। ছবিতে অভিনয় করবেন ইরফান খান, শাবানা আজমি, অনুপম খেরের মতো অভিনেতারাও।
এ ছবিরই বিশেষ প্রদর্শনী হবে কান উৎসবে। পরিচালক নিজেই সোশ্যাল মিডিয়ায় এ খবর প্রকাশ করেছেন। দেশে ছবিটি মুক্তি পাবে ৯ অক্টোবর। প্রায় ৫ বছর পর আবার ঐশ্বরিয়া রাইকে সিনেপ্রেমীরা দেখতে পাবেন বড়পর্দায়। ২০০৭ সালে বচ্চন জুনিয়র অভিষেককে বিয়ে করে অভিনয় কমিয়ে দেয় ঐশ্বরিয়া। ২০১০ সালে সঞ্জয় লীলা বানসালির ‘গুজারিশ’ ছবিতে সর্বশেষ দেখা গিয়েছিল বিশ্বসুন্দরীকে।
গতবছর কান উৎসবের রেড কার্পেটে ঐশ্বরিয়ার উপস্থিতি ছিল চমক লাগানো। বিশ্বের নামী দামী সব তারকারাও তার দিক থেকে চোখ ফেরাতে পারেনি। সেই উৎসবের চোখ ধাঁধানো ছবিগুলো দেখে নিন এক নজরে
মন্তব্য চালু নেই