কান্নাজড়িত কণ্ঠে বললেন আর রাজনীতি নয়

কান্নাজড়িত কণ্ঠে নির্বাচন বর্জন করে রাজনীতি থেকেই অবসর নেওয়ার ঘোষণা দিলেন চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আলহাজ্ব এম মনজুর আলম।

মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে এক প্রেস ব্রিফিং-এ মনজুর আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সরকারি দলের সমর্থকরা সব ভোটকেন্দ্র দখল করে নিয়েছে। আমি অনেক নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু এমন কারচুপি আর জালিয়াতির নির্বাচন আমি আর কখনো দেখিনি।’

তিনি বলেন, ‘নির্বাচন থেকে সরে দাড়ানোর পাশাপাশি আমি রাজনীতি থেকেও অবসর গ্রহণ করলাম। আমি একজন সমাজ সেবক ছিলাম। এখনো আমি সমাজ সেবার কাজে নিয়োজিত হবো। আমি ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবো না।’

এর আগে প্রেস ব্রিফিং-এ বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বর্জন করার ঘোষণা দেন।



মন্তব্য চালু নেই