কানের রেড কার্পেটে হলিউড অভিনেত্রীর পোশাকের নকল ঐশ্বর্যার !

দিলীপ মজুমদার (কলকাতা): ৬৭ তম কান চলচ্চিত্র উত্সবে যে পোশাক পরে রেড কার্পেট মাতিয়ে দিয়েছিলেন ঐশ্বর্যা রাই তা আদতে বিশেষভাবে তাঁর জন্যই তৈরি করা হয়নি। এধরনের পোশাক আগেই পরেছিলেন বলিউড অভিনেত্রী ক্রিস্টিন চেনোওয়েথ। এবছরই হলিউডের ডলবি থিয়েটারে অস্কারের রেড কার্পেটে এই পোশাকেই দেখা গিয়েছিল তাঁকে।

যদিও ওই পোশাকে ক্রিস্টিন ঝড় তুলতে পারেননি। অন্যদিকে, রাই-সুন্দরী ওই একই স্ট্র্যাপলেস সোনালি গ্লাইডেড গাউন পরে চোখ ধাঁধিয়ে দিয়েছেন দর্শকদের। এমনকি, তাঁর স্বামী অভিষেক বচ্চনও ও তাঁর মুগ্ধতা চেপে রাখতে পারেননি। কিন্তু হাজার হলেও নকল করেছেন ঐশ্বর্যা।



মন্তব্য চালু নেই