কানের পথে ক্যাটরিনা
অতঃপর প্রথমবারের মতো আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সের পথে রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
লোরিয়েলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডরের হয়ে প্রথমবারের মতো হাঁটবেন বলিউডের এই আবেদনময়ী অভিনেত্রী। সম্মানজনক এই চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইতিমধ্যে কানের পথে রয়েছেন। আর তা জানিয়ে একটি টুইটও করেন তিনি।
উল্লেখ্য, ক্যাটরিনা লোরিয়েলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের হয়ে হাঁটবেন কিনা তা নিয়ে সংশয় দেখা গিয়েছিলো। যদিও ঐশ্বরিয়া এবং সোনম কাপুরের নাম আগেই ঘোষণা করে জানিয়ে দিয়েছিলো অ্যাম্বাসেডর ব্র্যা্ন্ডটি। তবে সব সংশয় দূর করে ঐশ্বরিয়া ও সোনমের পাশাপাশি ক্যাটরিনাও লোরিয়েলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডরের হয়ে মাতাবেন কানের উৎসব।
৬৮তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবটি চলবে চলতি মাসের ১৩ তারিখ থেকে ২৪ মে পর্যন্ত।
মন্তব্য চালু নেই