কাতার মাতাতে যাচ্ছেন বাংলাদেশি তারকারা
বাংলাদেশি তারকারা অন্য দেশীয় তারকার চেয়ে কম নয়। প্রায়ই বাংলাদেশ দেশে তারকারা বিদেশী অনুষ্ঠান গুলোতে নাচ,গান অথবা ভিন্ন কিছুও করে থাকেন। এর ধারাবাহিকতায় অভিনতা নিরব, মমতাজ, হৃদয় খান, চঞ্চল চৌধুরি, খুশি. তিথিসহ একঝাঁক তারকা যাচ্ছেন কাতার মাতাতে। সেখানে বাংলা ফেস্ট ২০১৫ এর সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান দিতেই তাদের যাওয়া। ২৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহারের ওয়েস্টিন পার্কে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠানটি।
কাতার যাওয়া বিষয়ে নিরব বলেন, ‘অনেকদিন পর যাচ্ছি দেশের বাইরে। আজ ২৯ অক্টোবর রাত ৯ টার ফ্লাইটে কাতার যাচ্ছি। এর আগেও দেশের বাইরের অনুষ্ঠান গুলোতে আমি অংশগ্রহন করেছি। এবার দল বেঁধে যাচ্ছি কাতারে। আমি একটি পুরানো গানের সঙ্গে নাচব। আমার সঙ্গী হবে তিথি। আমরা ফিরব নভেম্বর মাসের ১ তারিখে।’
মন্তব্য চালু নেই