কাণায় কাণায় যৌনতায় পূর্ণ যে ২টি বাংলা ছায়াছবি (ভিডিও)

সিনে-পর্দায় নায়ক-নায়িকা কাছাকাছি এলে এখন রিল বদলে দুটি গাঁদা কিংবা চন্দ্রমল্লিকা ফুল পাশাপাশি আসে না। এখন এই ইন্ডাস্ট্রি সাবালক হয়েছে। ‘ঢাক ঢাক’ ভাবটাও গিয়েছে। ‘যৌনতা’ শব্দটা যে অতি গোপনীয় এই ধারনাটা বিদায় নিয়েছে টলি-ইন্ডাস্ট্রি থেকে। এখন এই ইন্ডাস্ট্রির ধারক ও বাহকরা অনেক বেশি খোলামেলা। একের পর এক সাহসী দৃশ্য ফুটে উঠছে সিনেপর্দায়। চোখ রাখব এমনই ২টি ছবির দিকে। যৌনতা যেখানে হাতছানি দিয়ে যায়।

ছত্রাক: ২০১১ সালের কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ভারতীয় বাংলা ছবি ‘ছত্রাক’। এই ছবিটি বাংলার পাশাপাশি ইংরাজিতেও ডাবিং হয়। শ্রীলঙ্কান পরিচালক ভিমুক্তি জয়াসুন্দরা ছবিটি তৈরি করেন। এই ছবিতে পাওলি দামের একটি ওরাল সেক্স দৃশ্য এমএমএস আকারে ফাঁস হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়। এই বাংলা বন্ধ হয়ে যায় এই ছবির মুক্তি।

বেডরুম: ‘বেডরুম’-এর পরিচালক মৈনাক ভৌমিক। ছবিতে রয়েছে আবির চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, উষসী, পার্নো মিত্র, পাওলি দাম, রাহুল, তনুশ্রী, অনুব্রত। এই সিনেমাটি বেশ কয়েকটি দৃশ্য রয়েছে উষ্ণ আবেদনের ছোঁয়া। ২০১২-তে মুক্তি পায় ছবিটি।
ছত্রাক ভিডিও:
বেডরুম ভিডিও:
https://youtu.be/tpuG5K4mQss

































মন্তব্য চালু নেই