কাঠবিড়ালির মুখে পিৎজা!
পিৎজা দেখে ছোট বড় সবারই জিভে পানি চলে আসে। পিৎজা এমন একটি মুখরোচক খাবার যা দেখে ছোট বড় কেউই লোভ সামলাতে পারেন না। তবে যদি বলি পিৎজার স্বাদ এখন মানবজাতি থেকে পশুপাখি পরযন্ত ছড়িয়ে পরেছে।তাহলে শুনে অবাক হবার কিছুই নেই।এর পক্ষে যথেষ্ট প্রমাণ আছে।
গতমাসে ইঁদুরের পিৎজা খাওয়া নিয়ে ইন্টারনেটে বেশ মজার একটি ভিডিও বের হয়েছিল। ভিডিওটিতে দেখানো হয় নিউইয়র্কের পাতাল রেলের সিঁড়িতে বসে একটি ইঁদুর পিৎজা খাচ্ছিল। ইঁদুরের পিৎজা খাওয়ার মজার এই ভিডিওটি সবাইকে অবাক করেছিল।
এর রেশ না কাটতেই সোমবার যুক্তরাষ্ট্রের স্যামুয়েল নামের এক ব্যক্তির ক্যামেরায় উঠে এসেছে কাঠবিড়ালির পিৎজা খাওয়ার মজার দৃশ্য। তিনি ছবিটি তুলেছিলেন কলোরাডোয় তার নিজ বাড়ির সামনে থেকে। ঘটনার দিন হাঠাৎ তিনি দেখতে পান, ওই কাঠবিড়ালি এক টুকরো পিৎজা নিয়ে দৌড়াচ্ছে। এটি মুখে নিয়ে সে সোজা গাছের ডালে চড়ে বসে। পিৎজা খাওয়ার জন্য এর চেয়ে নিরিবিলি জায়গা যেন আর হতে পারে না!
শুধু মানুষ নয়- পিৎজার মুখরোচক স্বাদ এখন পশুপাখির মধ্যেও বিস্তার লাভ করছে। ইঁদুরের ও কাঠবিড়ালির পিৎজা খাওয়ার দৃশ্য দুটি থেকে তারই প্রমাণ মেলে!
মন্তব্য চালু নেই