কাজের মেয়েকে না দিয়েই খাওয়ায় ব্যস্ত এক পরিবার

একদিকে যখন পূজার আনন্দে মাতোয়ারা গোটা দেশ, তখনই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট হচ্ছে একের পর এক সুন্দর ছবি৷ সেলফি থেকে শুরু করে রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া, সবই রয়েছে তাতে। কিন্তু এরই মধ্যে ফেসবুকে ভাইরাল হল এমন একটি পোস্ট যা দেখে বর্তমান সমাজের মানবিকতা সম্পর্কে প্রশ্ন জাগতে পারে৷

গত কয়েকদিন আগেই মাইকেল ফ্যানি নামের জাকার্তার এক বাসিন্দা একটি ফেসবুক পোস্ট করেন৷ ছবিতে দেখা যাচ্ছে একটি পরিবার একসঙ্গে ডিনার করছে রেস্তোরাঁয়৷ আর তাঁদের বাড়ির কাজের মেয়েটি পাশের চেয়ারে বসে সদস্যদের খাবার খেতে দেখছে৷ খুব আশ্চর্যভাবেই তাকে কোনো খাবার দেয়া হয়নি৷

গোটা অবস্থার ছবি তুলে মানুষের মানবিকতা নিয়েই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রশ্ন তোলেন ফ্যানি। আর এরপরেই ভাইরাল হয়ে যায় পোস্টটি৷ গৃহকর্মে নিযুক্ত ব্যক্তিদের সঙ্গে বা আর্থিকভাবে পিছিয়ে পরা মানুষদের সঙ্গে ঠিক কেমন ব্যবহার করা উচিত নয়, তাই যেন বুঝিয়ে দিল পোস্টটি৷ অমানবিক আচরণের দৃশ্য দেখিয়ে পরোক্ষভাবে মানবিক হওয়ার আর্জিই জানালেন ফ্যানি।-সংবাদ প্রতিদিন



মন্তব্য চালু নেই