কাজিপুরে নৌ-ডাকাতি ২০ লাখ টাকা ছিনতাই, আহত ৫
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে নৌ-ডাকাতি ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা পাট ব্যবসায়ীদের কাছ থেকে ২০ লাখ টাকা লুট করে নিয়ে যায় এবং নৌকায় থাকা পাঁচ ব্যবসায়ী বেদম মারধর করে।
বুধবার সকাল ৯টার দিকে মেঘাই-নাটুয়ারপাড়া নৌপথের যমুনার দুর্গম চরাঞ্চল তেকানী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, সকালে কাজিপুরের মেঘাই ঘাট থেকে একটি নৌকায় আটজন পাট ব্যবসায়ী পাট কেনার জন্য নাটুয়ারপাড়া হাটে যাচ্ছিলেন।
নৌকাটি তেকানীর চর এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে ১০/১৫ জনের একটি ডাকাত দল অপর একটি নৌকা নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়।
এ সময় তারা বন্দুকের বাট দিয়ে পিটিয়ে পাঁচ ব্যবসায়ীকে আহত করে। পরে তাদের সঙ্গে থাকা ২০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। আহতদের স্থানীয় নাটুয়ারপাড়ায় চিকিৎসা দেওয়া হয়।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বলেন, যমুনায় নৌ-ডাকাতি হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
মন্তব্য চালু নেই