কাচের গ্লাসে বেশি পানি পান করুন, সুস্থ থাকুন

কাচের গ্লাসের জাদু

সত্যি বলতে কাচের গ্লাসে জাদু আছে। আর এই জাদু আপনাকে প্রতিদিনই একটু বেশি পরিমাণ পানি পান করতে সাহায্য করবে। তাই গরমের দিনে বেশি পানি পান করতে চাইলে কাচের গ্লাসেই পানি পান করুন।
যদি বলেন জাদুটার ব্যাখ্যা কী? উত্তর পেতে যা করতে হবে তা হলো- স্টিল, প্লাস্টিক, মেলামাইন, সিরামিক, মাটির গ্লাস বা মগে পানি পান করুন। এরপর বোতলের মুখেও পানি পান করুন।
এবার একটি পরিষ্কার স্বচ্ছ কাচের গ্লাসে পানি নিয়ে ধীরে ধীরে পান করুন।
আপনি যদি কোনোভাবে প্রভাবিত না হন তাহলে অবশ্যই বলবেন পানি পানের জন্য কাচের গ্লাসই ভালো।
কাচের গ্লাস স্বচ্ছ। সে কারণেই এই স্বচ্ছতার সঙ্গে তৃষ্ণার একটি মনস্তাত্ত্বিক সম্পর্ক অবশ্যই আছে। তাই কাচের গ্লাসে পানি পান করলে বেশি তৃপ্তি পাওয়া যায়।
গরমের দিনে যেহেতু বেশি পানি পানের প্রয়োজন তাই কাচের গ্লাসে পানি পানই আদর্শ হতে পারে। তাছাড়া তৃষ্ণা লাগলে পানি পানের যে তৃপ্তি তা কাচের গ্লাস ছাড়া অন্য কোনো গ্লাস আমাদের দেয় না। তাই কাচের গ্লাসে বেশি পানি পান করুন, সুস্থ থাকুন।



মন্তব্য চালু নেই