কাউন্সিলর প্রার্থীকে কেন্দ্র থেকে বের করার অভিযোগ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেনকে (ঘুড়ি প্রতীক) ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

দেলোয়ার হোসেন মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে বলেছেন, মঙ্গলবার সকালে দ্বীপশিখা বিদ্যানিকেতন কেন্দ্রে প্রবেশ করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে বের করে দেয়।

একই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে দলটির ১২ থেকে ১৫ কর্মী ভোটারদের কাছে ভোট চাচ্ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, দ্বীপশিখা বিদ্যানিকেতন, আব্দুল গফুর শিক্ষাশিবির ও খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যাপক কারচুপি হচ্ছে। সেখানে তার পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখানো হচ্ছে।



মন্তব্য চালু নেই