কাঁধের ইনজুরিতে বিশু
বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ইনজুরিতে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ লেগ স্পিনার দেবেন্দ্র বিশু। শনিবার সকালে ওয়েস্ট ইন্ডিজ দলের অনুশীলন সেশনেই কাঁধের ইনজুরি ধরা পড়ে তার। পরে পরীক্ষার জন্য তাকে হসপিটালে পাঠানো হয়।
হোর্বার্ট টেস্টে বাঁ হাতি লেগ স্পিনার জোমেল অরিকেনের জন্য একাদশে জায়গা হয়নি বিশুর। কিন্তু মেলবোর্নে সে সুযোগ তৈরী হলেও ইনজুরির কারণে সেটি অনিশ্চিত হয়ে গেছে।
ডমিনিকা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮০ রানের খরচায় ৬টি উইকেট পেয়েছিলেন বিশু। তবে শ্রীলঙ্কা টেস্টে বাজে পারফরম্যান্সের জন্য হোবার্ট টেস্ট থেকে ছিটকে পড়েন তিনি। আর সম্প্রতি পাওয়া কাঁধের ইনজুরির কারণে সেটি আরও কঠিন হয়ে পড়েছে।
ব্রিসবেনে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ১৪.২ ওভার বল করে ৬০ রান দিয়ে ১ উইকেট তুলে নেন বিশু। সম্প্রতি তার এই হতাশাকর পারফরম্যান্সের জন্য বক্সি ডে টেস্টে অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েটকে বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
মন্তব্য চালু নেই