‘কাঁটাতারের বেড়ায়ও রক্ষা পাবে না খালেদা’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আন্দোলনের নামে এই জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যা বন্ধ না করলে কাঁটাতারের বেড়াই নয়, লোহার বেড়া দিয়েও খালেদা জিয়া রক্ষা পাবেন না। জনগণই খালেদাকে গ্রেফতার করবে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াওসহ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মূল হোতা খালেদা জিয়াকে গ্রেফতারের দাবিতে’ এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।

এ সময় জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে সারাদেশের মানুষ যেভাবে ফুঁসে উঠেছে, সেই ভয়েই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার কার্যালয়ে কাঁটাতারের বেড়া দিয়েছেন বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘আন্দোলনের নামে এই জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যা বন্ধ না করলে কাঁটাতারের বেড়াই নয়, লোহার বেড়া দিয়েও খালেদা রক্ষা পাবেন না। জনগণই খালেদাকে গ্রেফতার করবে।’

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি-জামায়াতের পেট্রোলবোমা দিয়ে মানুষ মারার বিরুদ্ধে মানুষ যেভাবে ফুঁসে ওঠেছে, খালেদার নির্দেশে সহিংসতার সময় তার কর্মীদের জনগণ যেভাবে ধোলাই দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করছে এবং যেভাবে বিক্ষুব্ধ জনতা খালেদার কার্যালয়ের দিকে যাওয়া শুরু করেছে, সেই ভয়ে খালেদা এখন নিরাপত্তার স্বার্থে কার্যালয়ে কাঁটাতারের বেড়া দিয়েছেন।’

খালেদাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জনগণ যেভাবে আপনার কর্মীদের গণধোলাই দিচ্ছে আমরা চাই না আপনারও সেই পরিণতি হোক। তাই ভাল চাইলে এই সহিংসতার রাস্তা থেকে ফিরে আসুন।’

ক্ষমতার লোভে খালেদা পাগল হয়ে গেছেন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘ছেলেহারা মায়ের আর্তনাদ তার কাছে বড় কথা নয়, লাশের ওপর দিয়ে ক্ষমতায় যাওয়াই খালেদার কাছে কাছে বড়।’

কোনো পশু পাগল হয়ে গেলেই মানুষকে আক্রমণ করে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘খালেদাও পাগল হয়ে গেছেন, তাই তিনি মানুষের ওপর আক্রমণ করছেন। তাই জনগণের প্রত্যাশা, পেট্রোলবোমার হাত থেকে রক্ষা পেতে খালেদাকে কঠিন ইনজেকশন দেওয়া হোক।’

আয়োজক সংগঠনের সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এ্যাডকোটেক বলরাম পোদ্দার, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মুন্সী এবাদুল ইসলাম প্রমুখ।



মন্তব্য চালু নেই