কাঁচি-চিরুনির জমানা শেষ! চুল কাটতে ব্যবহার হচ্ছে কুড়ুল-হাতুড়ি

আপনার সেলুনের কেশশিল্পী এতদিন চিরুনি-কাঁচি দিয়ে চুল কেটেছেন। কোনওদিন কী ছেনি-কুড়ুল দিয়ে চুল কাটতে দেখেছেন? না হলে দেখে নিন।

চুল বড় হলেই কেটে ফেলা চাই। সেলুনে গিয়ে সিটে বসে নরসুন্দরের কাছে আবদার। ব্যস, তাহলেই হল। কাঁচি-চিরুনি-ক্ষুরে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দসই হেয়ারকাট।

কিন্তু ছেনি-হাতুড়ি-কুড়ুল দিয়ে নাপিত চুল কাটছেন, এমনটা কোনওদিন দেখেছেন? এমনটা কি শুনেছেন কোথাও? আশা করি নয়। মরক্কোতে কিন্তু এমনটাই হচ্ছে। সেলুনের নাপিত কাঁচির বদলে কুড়ুল দিয়ে চুল কাটেন।

কি বিশ্বাস করছেন না? তাহলে নিজের চোখেই দেখে নিন। -এবেলা।



মন্তব্য চালু নেই