কলেজ বালিকার বেশে পিয়া

গ্রামের কলেজপড়ুয়া মেয়ে পিয়া, যে ঢাকার পাশ্ববর্তী এক গ্রাম থেকে ঢাকায় আসে মডেলিং করার জন্য। কিন্তু গ্রামের কেউই ভাল চোখে দেখে না। সবাই ভাবে মিডিয়ায় কাজ করা মানেই খারাপ কিছু।

বাবা মাও মেয়েটিকে নিষেধ করে মিডিয়ায় কাজ না করতে। বান্ধবী রাখি চৌধুরী পিয়াকে পরামর্শ দেয় পালিয়ে ঢাকায় চলে যাওয়ার জন্য। কিন্তু পিয়া যায় না। একদিন এক ছেলের ইভ টিজিংয়ের শিকার হয় পিয়া। এবার গ্রামের সবাই পিয়ার জন্য প্রতিকী প্রতিবাদে নামে। পিয়ার জন্য গ্রামের মানুষের এত ভালোবাসা দেখে তার বাবা মাও ইতিবাচক হয়ে ওঠে পিয়ার প্রতি। এমনই গল্প সুপার মডেল নাটকের।

১ ও ২ জুন উত্তরার দিয়া বাড়ি এলাকায় এ নাটকের দৃশ্যধারণ করা হয়। শ্রাবণী ফেরদৌসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শুভ্র খান।

পিয়া বলেন, ‘গ্রামের এক মেয়ের মডেল হওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। আশা করি নাটকটি সবার ভালো লাগবে।’

ঈদ উপলক্ষ্যে নির্মিক নাটকটি যেকোন চ্যানেলে প্রচারিত হবে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই