কলা খেয়ে ১৬ হাজার টাকা জরিমানা!
রাস্তায় ছিল ট্রাফিক জ্যাম। তাই ক্ষুধা মেটাতে চালকের আসনে বসে কলা খাচ্ছিলেন নারী গাড়িচালক। ব্যস! তাতেই ১৬ হাজার ১৬৫ টাকা (১৪৫ পাউন্ড) জরিমানা গুণতে হলো ওই নারীকে। তার বিরুদ্ধে আনা হলো তিনটি অভিযোগ। যুক্তরাজ্যে এই ঘটনা ঘটেছে।
ইলসা হ্যারিস (৪৫) নামে ওই নারীর বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার অভিযোগ, চালকের আসানে বসার পরও মনোযোগের ঘাটতি ছিল। কলা খাওয়ার সময় গাড়ির স্টিয়ারিং এ হাত ছিল না ইলসার।
অবশ্য ইলসা হ্যারিস তাৎক্ষণিক জরিমানার বিরুদ্ধে ওয়েমাউথ ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করেন। শেষ পর্যন্ত আইনজীবীর পরামর্শে আপিলের শুনানিতে সে নিজের দোষ স্বীকার করে নেন।প্রথমে তাকে ১১ হাজার (১০০ পাউন্ড) টাকা জরিমানা করা হলেও সে আপিল করায় জরিমানার অংক বেড়ে যায় পাঁচ হাজার টাকা।
এই ব্যাপারে ইলিসা হ্যারিস বলেন, পুরো বিষয়টি আমার কাছে নিষ্ঠুর মনে হয়েছিল। তাই বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করেছিলাম। আমার এক আইনজীবী বন্ধু সঙ্গে পরামর্শ করার পর সে অপরাধ স্বীকার করে নিতে বলল। সে জানাল, এই মামলা জেতা সম্ভব নয়।
মন্তব্য চালু নেই