কলারোয়া সীমান্তে শাড়ি, চাদর ও রসুন উদ্ধার
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও চাদর উদ্ধার করেছে। এসময় আরো উদ্ধার করা হয়েছে রসুন। তবে উদ্ধারের কোনো ঘটনায় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। মাদরা বিওপি’র সুবেদার শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, তাঁর নেতৃত্বে বিজিবি সদস্যরা রোববার রাত সাড়ে ১০ টার দিকে সীমান্তবর্তী বোয়ালিয়া মাদ্রাসার সামনে থেকে ভারতীয় ১০ পিস শাড়ি ও ১২ পিস চাদর উদ্ধার করেন। একই সময়ে ভারতে পাচারকালে উদ্ধার করা হয় ৮০ কেজি রসুন। উদ্ধারকৃত রসুন, শাড়ি ও চাদরের আনুমানিক মূল্য ৫৬ হাজার টাকা। অপরদিকে কাকডাঙ্গাা বিওপি’র সুবেদার বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, হাবিলদার জালাল ও সিরাজের নেতৃত্বে বিজিবি সদস্যরা সোমবার বেলা ১ টার দিকে সীমান্তবর্তী কাকডাঙ্গা গ্রামের একটি মাঠ থেকে ভারতীয় ৩১ পিস শাড়ি ও ২৪ পিস চাদর উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা।
মন্তব্য চালু নেই