কলারোয়ায় ব্র্যাকের বিনা-৭ ধানের ব্লক পরিদর্শনে কৃষি কর্মকর্তা

সাতক্ষীরার কলারোয়ায় ব্র্যাক কৃষি খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতাধীন উপজেলার জালালাবাদ ইউনিয়নের বৈদ্যপুর ব্লকে চলতি আমন মৌসুমে আধুনিক পদ্ধতি অনুসারণ করে বিনা-৭ ধানের আবাদ করা হয়। ব্লকটিতে জমির পরিমান একশত বিঘা।

ব্লকটি বুধবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তা মহাসিন আলী পরিদর্শন করেন। সকলের উপস্থিততে জালালাবাদ ব্লকের কৃষক আঃ গফুর বলেন এর আগে কখনও বিনা-৭ ধানের আবাদ করেননি। তাই ব্র্যাকের পরামশ্য নিয়ে তিনি বিনা-৭ ধান চাষ করেছেন। বিনা-৭ ধানের আবাদ দেখে মহা খুশি তিনি।

আশা করছেন বিঘা প্রতি-২০/২২মণ ফলন পাওয়া যাবে। ব্লক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্র্যাক কৃষি খাদ্য নিরাপত্তা কর্মসূচির সিনিয়র উপজেলা ম্যানেজার মোঃ আতিয়ার রহমান, কর্মসূচি সংগঠক আঃ রশিদ, রেজাউল করিম, সাংবাদিক জুলফিকার আলী ও শাখা হিসাব কর্মকর্তা রাজন কুমার দাস প্রমুখ।



মন্তব্য চালু নেই